ঢাকা, বৃহস্পতিবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

জাতীয়

‘পররাষ্ট্র নীতির অন্যতম চ্যালেঞ্জ রোহিঙ্গা ইস্যু’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৬, ফেব্রুয়ারি ৯, ২০১৭
‘পররাষ্ট্র নীতির অন্যতম চ্যালেঞ্জ রোহিঙ্গা ইস্যু’

ঢাকা: বাংলাদেশের পররাষ্ট্রনীতির যতগুলো চ্যালেঞ্জ রয়েছে তার মধ্যে অন্যতম রোহিঙ্গা ইস্যু। বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ডা. দীপু মনি।

তিনি বলেন,‘আমাদের ফরেন পলিসিতে যতগুলো চ্যালেঞ্জ আছে তার মধ্যে অন্যতম রোহিঙ্গা ইস্যু। ‌

বৈঠকে আরও অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ এম মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সংসদ সদস্য মো. ফারুক খান, মো. সোহরাব উদ্দিন, রাজী মোহাম্মদ ফখরুল  এবং সেলিম উদ্দিন।

দীপুমনি আরও বলেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সরকার যে সিদ্ধান্ত এবং পদক্ষেপগুলো নিয়েছে আমরা তা সমর্থন করি। বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনার প্রয়োজন রয়েছে। তাই আগামী বৈঠকে এ নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

ঠেঙ্গার চরে রোহিঙ্গা পুর্নবাসন প্রসঙ্গে বাংলানিউজের প্রতিবেদকের প্রশ্নের জবাবে সভাপতি বলেন, ওই বিষয়টি নিয়ে আলোচনা হয়নি। তাই ওই বিষয় নিয়ে আমি মন্তব্য করতে চাই না। পরবর্তী বৈঠকে হয়তো আলোচনা হতে পারে। ‌’

এদিকে সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, রোহিঙ্গা সমস্যা সম্পর্কে বৈঠকে উত্থাপিত প্রতিবেদন নিয়ে আলোচনা হয়। বৈঠকে মায়ানমারের অভ্যন্তরে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর পরিচালিত সাম্প্রতিক নৃশংস নির্যাতনের প্রেক্ষিতে আবারও বিপুল সংখ্যক রোহিঙ্গার বাংলাদেশে আশ্রয়গ্রহণ, আন্তর্জাতিক পরিমণ্ডলে এ বিষয়ে বিভিন্ন প্রতিক্রিয়া এবং মায়ানমার সরকার কর্তৃক রোহিঙ্গাদের অবৈধ অভিবাসী হিসেবে চিহ্নিত করার অপচেষ্টার পরিপ্রেক্ষিতে রোহিঙ্গা চ্যালেঞ্জকে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে আখ্যায়িত করা হয়।

বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. শহিদুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭
এসএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ