ঢাকা, বৃহস্পতিবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

জাতীয়

শীতলক্ষ্যায় ৭ বাল্কহেডকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৯, ফেব্রুয়ারি ৯, ২০১৭
শীতলক্ষ্যায় ৭ বাল্কহেডকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

নারায়ণগঞ্জ: সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রাতের বেলায় শীতলক্ষ্যা নদী দিয়ে চলাচলের অপরাধে ৭টি বাল্কহেডকে ৩৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

এর মধ্যে ‘আমানউল্লাহ মিজান’কে পাঁচ হাজার টাকা, ‘ফ্রেন্ডস’কে তিন হাজার টাকা, ‘আতা মিয়া’কে পাঁচ হাজার টাকা, ‘চাঁদের আলো’কে পাঁচ হাজার টাকা, ‘হ্যাভেন থ্রি’কে পাঁচ হাজার টাকা, ‘আশুমুদ্দিন’কে পাঁচ হাজার ও ‘শাহ মখদুম’কে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র ও তাসলিম নেছা নারায়ণগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়িতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ অর্থদণ্ড দেন।

এর আগে, বুধবার (০৮ ফেব্রুয়ারি) রাতে বাল্কহেডগুলোকে আটক করা হয়।

নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সেলিম মিয়া বাংলানিউজকে জানান, সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বাল্কহেড মালিকরা রাতের বেলায় দ্রুত গতিতে বাল্কহেড চালাচ্ছে। এতে করে অহরহ দুর্ঘটনা ঘটছে।

দুর্ঘটনা এড়াতে বুধবার রাতে শীতলক্ষ্যা নদীতে অভিযান পরিচালনা করে ৭টি বাল্কহেড আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তাদেরকে নগদ ওই অর্থদণ্ড দেয়া হয় বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৭
এসআরএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ