ঢাকা, বৃহস্পতিবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

জাতীয়

আশুলিয়ায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৪৮, ফেব্রুয়ারি ৯, ২০১৭
আশুলিয়ায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

আশুলিয়া(ঢাকা): সাভারের আশুলিয়ায় এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতরা এসময় ওই বাড়ি থেকে স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) ভোরে আশুলিয়া ইউনিয়নের টঙ্গাবাড়ি এলাকার ব্যবসায়ী আব্দুল আল বাশার নামে এক ব্যবসায়ী ডাকাতির বিষয়টি জানান।

পরিবারের সদস্যদের অভিযোগ, ভোরে তিনতলা বাড়ির একটি ফ্ল্যাটের দরজা ভেঙে ১০/১২ সদস্যের একদল ডাকাত প্রবেশ করে।

এ সময় বাশার ও তার স্ত্রী রুবিকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে বাঁধেন। পরে আলমারি ভেঙে নগদ আড়াই লাখ টাকা, ১৪ ভরি স্বর্ণালঙ্কার, দু’টি মোবাইল ফোনসহ কয়েক লাখ টাকার মামালাল লুট করে ডাকাতরা।

সকালে তাদের গোঙানি শুনে প্রতিবেশীরা হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির বাংলানিউজকে জানান, কোনো ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হওয়ার বিষয়টি তার জানা নেই। খোঁজ নিয়ে বিস্তারিত তথ্য জানানো যাবে।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭
এসআরএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ