ঢাকা, বৃহস্পতিবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

জাতীয়

লক্ষ্মীপুরে ভাটা শ্রমিককে কুপিয়ে জখম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:১০, ফেব্রুয়ারি ৯, ২০১৭
লক্ষ্মীপুরে ভাটা শ্রমিককে কুপিয়ে জখম

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে মো. বাবুল হোসেন (৪৫) নামে ইটভাটার এক শ্রমিককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের চর মনসা গ্রামে এ ঘটনা ঘটে।

আহত বাবুল চর মনসা গ্রামের রফিক উল্লাহর ছেলে ও স্থানীয় একটি ইটভাটার শ্রমিক।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. শাহজাহান ঘটনাস্থল থেকে আহত অবস্থায় বাবুলকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

উন্নত চিকিৎসার জন্য কর্মরত চিকিৎসক তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

ইউপি সদস্য মো. শাহজাহান বলেন, একই এলাকার রফিক উল্লাহ ও আক্কাস মোল্লার সঙ্গে দীর্ঘদিন থেকে জমি নিয়ে বিরোধ চলে আসছে। সকালে রফিক উল্লাহ ত‍ার ছেলে বাবুলকে নিয়ে নিজ বাড়ির সামনে মাটি কাটতে গেলে প্রতিপক্ষ আক্কাস মোল্লা তার লোকজন নিয়ে হামলা চালায়। এসময় ধারালো অস্ত্রের আঘাতে রফিকের বড় ছেলে বাবুলের নাক কেটে যায়।

এ ব্যাপারে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলেও কথা বলা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ