ঢাকা, বৃহস্পতিবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

জাতীয়

ফেনীতে ২ প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৩, ফেব্রুয়ারি ৮, ২০১৭
ফেনীতে ২ প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা ফেনীতে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা-ছবি: বাংলানিউজ

ফেনী: ফেনীতে অভিযান চালিয়ে এক ব্যবসা প্রতিষ্ঠানকে সিলগালা ও দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের সহকারী কমিশনার সোহেল রানার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

তিনি জানান, সন্ধ্যায় শহরের তাকিয়া রোড এলাকায় অভিযান চালানো হয়।

এসময় ভেজাল মেশানোর দায়ে আইয়ুব আলীর মসলা তৈরির কারখানা সিলগালা, ফরিদ ক্রাসিং মিলের মালিককে ৫০ হাজার টাকা এবং চানাচুরে ক্ষতিকর তেল ও রং ব্যবহার করায় বার্মিজ ফুডের মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্যামল চন্দ্র বসাক ও স্যানিটারি ইন্সপেক্টর নুরুল আমিন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৭
আরবি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ