ঢাকা, বৃহস্পতিবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

জাতীয়

মানিকগঞ্জে নারীসহ ছয় মাদক ব্যবসায়ী গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২২, ফেব্রুয়ারি ৮, ২০১৭
মানিকগঞ্জে নারীসহ ছয় মাদক ব্যবসায়ী গ্রেফতার

মানিকগঞ্জ: মানিকগঞ্জে দুই নারীসহ ছয় মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানানো হয়।

গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন- পৌর এলাকার মাদক সম্রাট সাব্বির রহমান ওরফে ব্লাক রাজু ও তার স্ত্রী রুমি আক্তার, লিটন দাস তার স্ত্রী বিথী দাস, মেহেদী হাসান ও গোলাম ছাব্বির খান ওরফে জনি।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মাহ্ফুজুর রহমান বিপিএম জানান, ২৮ ফেরুয়ারির মধ্যে মানিকগঞ্জ পৌরসভাকে মাদক মুক্ত করার লক্ষ্যে নিয়মিত অভিযান চলানো হচ্ছে। অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) মানিকগঞ্জে মাদক বিক্রির মূল হোতা ও বেশ কয়েকটি মামলার আসামি সাব্বির রহমান ওরফে ব্লাক রাজুকে গ্রেফতার করা হয়।

ব্লাক রাজু ও তার স্ত্রী রুমি আক্তার মানিকগঞ্জের বিভিন্ন উপজেলায় দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছিলেন। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। পাশাপাশি লিটন দাস ও তার স্ত্রী বিথী দাস মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকায় তাদের গ্রেফতার করা হয়েছে। এছাড়া, মেহেদী হাসান ও গোলাম ছাব্বির খান নামে দুই যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ও নগদ ১৫ হাজার টাকা জব্দ কর ‍হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ