ঢাকা, বৃহস্পতিবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

জাতীয়

গোপনে ছবি তোলার অপরাধে চার বখাটের জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২০, ফেব্রুয়ারি ৮, ২০১৭
গোপনে ছবি তোলার অপরাধে চার বখাটের জরিমানা

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ছাত্রীদের গোপনে ছবি তোলার অপরাধে চার বখাটেকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল আউয়াল তাদের এ জরিমানা করেন।

ওই চার বখাটে হলো- শ্রীপুর উপজেলা এলাকার টিপু সুলতানের ছেলে ফাহিম, হারিছ উদ্দিনের ছেলে বিপাস, আলমগীর হোসেনের ছেলে দিপ্ত ও আব্দুল আউয়ালের ছেলে রাহাত।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বাংলানিউজকে জানান, ওই চার বখাটে গোপনে কলেজের ছাত্রীদের ছবি তোলে। এসময় এলাকাবাসী পুলিশে খবর দিলে ওই চার বখাটেকে আটক করা হয়।

পরে ইউএনও মোহাম্মদ আব্দুল আউয়ালের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের ২১ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৭
আরএস/এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ