ঢাকা, বৃহস্পতিবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

জাতীয়

ভুয়া জন্ম সনদপত্র ইস্যুর অভিযোগে সাবেক প্যানেল মেয়র আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১১, ফেব্রুয়ারি ৮, ২০১৭
 ভুয়া জন্ম সনদপত্র ইস্যুর অভিযোগে সাবেক প্যানেল মেয়র আটক

ঢাকা: ধর্ষণ মামলায় আসামিকে বাঁচাতে নাবালিকাকে সাবালিকা বানিয়ে ভুয়া জন্ম সনদপত্র ইস্যুর অভিযোগে মেহেদী হাসান মিঞ্জু নামে একজনকে আটক করেছে দুনীতি দমন কমিশন (দুদক)।

আটককৃত মেহেদী টাঙ্গাইলের মধুপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর।

বুধবার (০৮ ফেব্রুয়ারি) বিকেলে তাকে আটক করা হয়েছে বলে বাংলানিউজকে জানিয়েছেন দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।

তিনি জানান, টাঙ্গাইলের সজেকা কার্যালয়ের উপ-পরিচালক তৌফিকুল ইসলাম ও উপ-সহকারী পরিচালক মোস্তফা বোরহান উদ্দিনের নেতৃত্বে দুদকের একটি দল টাঙ্গাইলের মধুপুর পৌরসভার কল্লোল মোড় থেকে আসামিকে গ্রেফতার করেন।

তিনি জানান, ২০১৪ সালের ০৪ ডিসেম্বর টাঙ্গাইলের মধুপুর থানায় ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। মামলাটির তদন্ত করতে পুলিশকে নির্দেশ দেন আদালত। তদন্ত করতে গিয়ে পুলিশ দেখে, ধর্ষণের শিকার ওই কিশোরীকে সাবালিকা প্রমাণের জন্য একটি ভুয়া জন্ম সনদপত্র ইস্যু করেন কাউন্সিলর মেহেদী। আসামি পাবলিক সার্ভেন্ট (জনপ্রতিনিধি) হওয়ায় পুলিশ তদন্তের জন্য ওই মামলা আবার দুদকে পাঠায়।

তদন্তকালে আসামির সংশ্লিষ্টতা পাওয়ায় বুধবার তাকে আটক করে দুদক।

আসামি মেহেদীকে বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) আদালতে পাঠানো হবে বলে দুদক সূত্রে জানা গেছে।

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৭
এসজে/আরআইএস/এএটি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ