ঢাকা, বৃহস্পতিবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

জাতীয়

কুয়াকাটায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৪, ফেব্রুয়ারি ৮, ২০১৭
কুয়াকাটায় অবৈধ স্থাপনা উচ্ছেদ কুয়াকাটায় অবৈধ স্থাপনা উচ্ছেদ-ছবি: বাংলানিউজ

পটুয়াখালী: মাত্র এক মাসের ব্যবধানে দ্বিতীয় দফায় পটুয়াখালীর কুয়াকাটায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।

পটুয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কুয়াকাটার জিরোপয়েন্ট থেকে বেড়িবাঁধ ঘেষা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সম্পত্তিতে এ অভিযান চালানো হয়।

অভিযানে ১১২টির মতো অবৈধভাবে নির্মিত দোকান ঘর উচ্ছেদ করা হয়েছে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম সাদিকুর রহমানের নেতৃত্বে অভিযানে এসময় উপস্থিত ছিলেন- নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেন ও পাউবো কলাপাড়া সার্কেলের নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের।

ইউএনও এ বি এম সাদিকুর রহমান বাংলানিউজকে জানান, কুয়াকাটায় এখনও সরকারি জমিতে যেসব অবৈধ স্থাপনা রয়েছে পর্যায়ক্রমে সেসব স্থাপনাও দ্রুততম সময়ের মধ্যে উচ্ছেদ করা হবে।

৮ জানুয়ারি কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকা থেকে পটুয়াখালী জেলা প্রশাসন ৬০টি অবৈধ দোকান ঘর উচ্ছেদ করে।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৭
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ