ঢাকা, বৃহস্পতিবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

জাতীয়

ঠাকুরগাঁওয়ে বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০১, ফেব্রুয়ারি ৮, ২০১৭
ঠাকুরগাঁওয়ে বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সদর উপজেলার ৩ নং ধনতলা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমি ভবন উদ্বোধন করা হয়েছে। এসময় দুস্থদের মধ্যে কম্বলও বিতরণ করা হয়।

বুধবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ধনতলা উচ্চ বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ধনতলা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি আবু তোরাব মানিকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন-ঠাকুরগাঁও ২ আসনের সংসদ সদস্য দিবরুল ইসলাম এমপি, ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসক আব্দুল আওয়াল, নির্বাহী প্রকৌশলী ফ্যাসিলিটিজ বিভাগ পঞ্চগড় মিনহাজুল হক, বালিয়াডাঙ্গী উপজেলার চেয়ারম্যান সফিকুল ইসলাম, বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মান্নান, সহ প্রমুখ।

দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হচ্ছেপরে ২শ’ জন শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ