ঢাকা, বুধবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

জাতীয়

সন্ত্রাস-জঙ্গিবাদ বিরোধী গণস্বাক্ষর শুরু ২৬ ফেব্রুয়ারি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২২, ফেব্রুয়ারি ৮, ২০১৭
সন্ত্রাস-জঙ্গিবাদ বিরোধী গণস্বাক্ষর শুরু ২৬ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’, নাটোর জেল‍া/ছবি: জিএম মুজিবুর

ঢাকা: ‘সন্ত্রাস ও জঙ্গিবাদকে না বলি, মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ি’ স্লোগানকে সামনে রেখে আগামী ২৬ ফেব্রুয়ারি সারাদেশে শুরু হচ্ছে তিন মাসব্যাপী সন্ত্রাস-জঙ্গিবাদ বিরোধী গণস্বাক্ষর অভিযান-২০১৭।

এ উপলক্ষে বুধবার (০৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’, নাটোর জেলা।

সংবাদ সম্মেলনে ক্যাম্পেইন বাংলাদেশের হেড অব অপারেশন এমএ সামাদ বলেন, আগামী ২৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনী স্বাক্ষরের মধ্য দিয়ে শুরু হবে এ গণস্বাক্ষর অভিযান।

তিনি বলেন, দেশের চলমান সন্ত্রাস, জঙ্গিবাদ ও মৌলবাদ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনগণের মাঝে ব্যাপক গণসচেতনতা সৃষ্টি করাই এ গণস্বাক্ষরের মূল লক্ষ্য।
 
বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৭
এএম/ওএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।