ঢাকা, বুধবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

জাতীয়

গৌরীপুরে গাঁজাসহ ২ মাদক বিক্রেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫২, ফেব্রুয়ারি ৮, ২০১৭
গৌরীপুরে গাঁজাসহ ২ মাদক বিক্রেতা আটক

ময়মনসিংহ: ময়মনসিংহের গৌরীপুরে প্রায় সাড়ে চার কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৪) সদস্যরা।

আটক মাদক বিক্রেতারা হলেন- বাদল মিয়া (৪৫) ও রফিকুল ইসলাম (৪০)।

বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরের দিকে র‌্যাব থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-১৪’র জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সাজ্জাদ হোসেনের নেতৃত্বে গোপন বুধবার সকাল পৌনে ১০টার দিকে ৯ নম্বর ভাঙনামারি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড কাশিয়ারচর বালুরচর গুচ্ছগ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় চার কেজি ৪শ গ্রাম গাঁজাসহ ওই দুই মাদক বিক্রোতাকে আটক করা হয়। পরে তাদের থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয় বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৭
এমএএএম/জিপি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।