ঢাকা, বুধবার, ১৫ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

জাতীয়

কোটচাঁদপুরে অস্ত্র ও মাইক্রোবাসসহ আটক ১১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১০, ফেব্রুয়ারি ২, ২০১৭
কোটচাঁদপুরে অস্ত্র ও মাইক্রোবাসসহ আটক ১১

ঝিনাইদহ: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার জালালপুর এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ১১ জনকে আটক করেছে পুলিশ। এসময় জব্দ করা হয়েছে তাদের ব্যবহৃত দু’টি মাইক্রোবাস।

বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) ভোররাতে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-কালীগঞ্জ উপজেলার একতারপুর গ্রামের আসলাম হোসেন, আরমান হোসেন, চাপালি গ্রামের ইনজামুল হক মামুন, দুর্গাপুর গ্রামের আকরাম হোসেন, ভাটপাড়া গ্রামের আবু তালেব, আরিফ হোসেন, সুন্দপুর গ্রামের রিয়ান, ছোট ভাটপাড়া গ্রামের মাহমুদ আল মামুন, শ্রীরামপুর গ্রামের ইমরান হোসেন, কাশিপুর গ্রামের নাজমুল হোসেন ও বলিদাপাড়া গ্রামের রিয়াজ উদ্দিন।

কোটচাঁদপুর থানার ওসি (তদন্ত) জয়নুল আবেদীন বাংলানিউজকে জানান, দু’টি মাইক্রোবাসে করে দুর্বৃত্তরা জালালপুর গ্রামে অবস্থান করছে। এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১১ জনকে আটক করে পুলিশ। এসময় তাদের ব্যবহৃত দু’টি মাইক্রোবাসও জব্দ করা হয়।

পরে মাইক্রোবাস থেকে হাসুয়া, রামদা, লাঠি, চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।