ঢাকা, বুধবার, ১৫ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

জাতীয়

শিক্ষার্থীদের বুকের ওপর দিয়ে হাঁটার ঘটনা তদন্ত কমিটি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৯, ফেব্রুয়ারি ২, ২০১৭
শিক্ষার্থীদের বুকের ওপর দিয়ে হাঁটার ঘটনা তদন্ত কমিটি শিক্ষার্থীদের বুকের ওপর দিয়ে হাঁটছেন জমিদাতা দিলদার হোসেন প্রিন্স

জামালপুর: জামালপুরের মেলান্দহ উপজেলার মাহামুদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিদায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের দিয়ে তৈরি সেতুর ওপর হাঁটার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) তিন সদস্য বিশিষ্ট এ তদন্ত কমিটি গঠন করা হয় বলে জানান জেলা প্রশাসক শাহাবুদ্দিন খান।

কমিটির সদস্যরা হলেন-জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও আওয়ামী লীগের সহ সভাপতি আতিকুর রহমান ছানা।


 
কমিটির দেওয়া প্রতিবেদনের উপর ভিত্তি করে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।

প্রসঙ্গত, ২৯ জানুয়ারি মাহামুদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাকের বিদায় অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। এ অনুষ্ঠানে বিদ্যালয়ের জমিদাতা দিলদার হোসেন প্রিন্সকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়।

পরে তাকে সম্মান দেখানোর জন্য বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক হাফিজুর রহমান বিদ্যালয়ের শিক্ষার্থীদের বুক পেতে দিয়ে সেতু তৈরির নির্দেশ দেন। শিক্ষার্থীরা তাদের বুক পেতে দিয়ে প্রধান অতিথিকে আমন্ত্রণ জানায়।

এ ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে(ফেসবুক) ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সম্মুখীন হয় শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৭
আরএ

** হাইমচরে শিক্ষার্থীদের পিঠে চেয়ারম্যানের হাঁটার ঘটনায় মামলা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।