ঢাকা, বুধবার, ১৫ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

জাতীয়

জাতীয় স্মৃতিসৌধে ফিলিস্তিনের প্রেসিডেন্টের শ্রদ্ধা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০২, ফেব্রুয়ারি ২, ২০১৭
জাতীয় স্মৃতিসৌধে ফিলিস্তিনের প্রেসিডেন্টের শ্রদ্ধা জাতীয় স্মৃতিসৌধে ফিলিস্তিনের প্রেসিডেন্টের শ্রদ্ধা-ছবি: ইমন দেওয়ান

আশুলিয়া, সাভার: বাংলাদেশে সফররত ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫৫ মিনিটে সাভারের নবীনগর জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করেন।

এ সময় ফিলিস্তিনের প্রেসিডেন্টকে গার্ড অব অনার দেন সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশন। পরে ১টা ৫৭ মিনিটে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নীরবতা পালন করেন তিনি।

জাতীয় স্মৃতিসৌধে ফিলিস্তিনের প্রেসিডেন্টের শ্রদ্ধা-ছবি: ইমন দেওয়ানপরে ১ টা ৫৯ মিনিটে তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করে স্মৃতিসৌধে একটি বকুল ফুলের গাছের চারা রোপণ করেন। পরে ২টা ১০ মিনিটে সাভারের জাতীয় স্মৃতিসৌধ ত্যাগ করে ঢাকার উদ্দেশে রওনা হন। এসময় তার সঙ্গে ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজ্জামেল হকসহ ও সাভারের স্থানীয় সংসদ সদস্য এনামুর রহমান।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।