ঢাকা, বুধবার, ১৫ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

জাতীয়

দুদকের প্রধান কার্যালয় পরিদর্শন গিয়ে চেয়ারম্যানের ক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪৫, ফেব্রুয়ারি ২, ২০১৭
দুদকের প্রধান কার্যালয় পরিদর্শন গিয়ে চেয়ারম্যানের ক্ষোভ চেয়ারম্যান ইকবাল মাহমুদ (ফাইল ফটো)

ঢাকা: কাজের তৎপরতা দেখতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয় পরিদর্শনে গিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে দুদকের প্রধান কার্যালয়ে চতুর্থ ও পঞ্চম তালা পরিদর্শন করেন।

এ সময় ওই তালায় কর্মরত অধিকাংশ কর্মচারীদের কর্মস্থলে পাওয়া যায়নি।

দুদকের একটি সূত্র বিষয়টি বাংলানিউজকে জানায়।

সূত্র জানায়, সম্প্রতি বিভিন্ন প্রতিষ্ঠানে দুর্নীতিরোধে দুদক কর্মকর্তারা নড়েচড়ে বসেছেন। অপরদিকে দুদক চেয়ারম্যানও ঘোষণা দিয়েছেন দুর্নীতিবাজদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এরই অংশ হিসেবে নিজস্ব কর্মকর্তাদের কাজের তৎপররা দেখতে তিনি ওই দু’টি ফ্লোর পরিদর্শন করেন।

চেয়ারম্যান ইকবাল মাহমুদ বেশিরভাগ কর্মকর্তাদের না পেয়ে ক্ষোভ প্রকাশ করে বিষয়টি খতিয়ে দেখতে তার সঙ্গে থাকা দুদকের মহাপরিচালক মো. মনির চৌধুরীকে নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৭

এসজে/এএটি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।