ঢাকা, বুধবার, ১৫ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

জাতীয়

ভোলায় ২০ বস্তা পলিথিন জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৪১, ফেব্রুয়ারি ২, ২০১৭
ভোলায় ২০ বস্তা পলিথিন জব্দ

ভোলা: ভোলা সদরের খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে ২০ বস্তা নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা।

বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে বস্তাগুলো জব্দ করা হয়।

কোস্টগার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি দল খেয়াঘাট সড়কে অভিযান চালায়।

এ সময় চরফ্যাশন থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২০ বস্তা নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

বস্তায় প্রায় ৪০ মণ পলিথিন ছিলো। যার মূল্য প্রায় চার লাখ ৮০ হাজার টাকা। পরে কোস্টগার্ড সদস্যরা ওই বস্তাগুলো আগুনে পুড়িয়ে নস্ট করে ফেলে।

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৭
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।