ঢাকা, বুধবার, ১৫ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

জাতীয়

কল স্পুফিংয়ে ৫০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:২৬, ফেব্রুয়ারি ২, ২০১৭
কল স্পুফিংয়ে ৫০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র

ঢাকা: রাজধানীর উত্তরায় র‌্যাবের হাতে আটক প্রতারক চক্রটি মোবাইল নম্বর কল স্পুফিং’র (এ সফটওয়্যারের মাধ্যমে যে কোনো ব্যক্তির মোবাইল নম্বর হুবহু নকল করে কাউকে ফোন করা যায়) মাধ্যমে চল্লিশ সরকারি কর্মকর্তা কাছ থেকে ৫০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।

বৃহম্পতিবার (০২ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লুৎফুল কবীর এসব তথ্য জানান।

রাতে র‌্যাবের একটি দল উত্তরায় অভিযান চালিয়ে এ চক্রের ১৪জনকে আটক করে।

কমান্ডার লুৎফুল কবীর বলেন, সম্প্রতিকালে প্রতরণার নতুন কৌশল হিসেবে চক্রটি জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিভিন্ন দফতরের কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ নম্বর অ্যাপ’র মাধ্যমে কল স্পুফিং করে প্রায় ৫০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৭
আরটি/ওএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।