ঢাকা, বৃহস্পতিবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

জাতীয়

সব মানুষকে নিরাপত্তার চাদরে মুড়ে দিতে চাই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৯, জানুয়ারি ২৯, ২০১৭
সব মানুষকে নিরাপত্তার চাদরে মুড়ে দিতে চাই

বরিশাল: র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছেন, যারা দেশ ও সুন্দরবনকে অনিরাপদ করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। র‌্যাবসহ সব নিরাপত্তা বাহিনীর কাছেই মানুষের জীবন গুরুত্বপূর্ণ। আমরা তাদের নিরাপত্তার চাদরে মুড়ে দিতে চাই।

রোববার (২৯ জানুয়ারি) দুপুরে বরিশাল নগরের রুপাতলীতে র‌্যাব-৮ এর সদর দপ্তরে দস্যু জাহাঙ্গীর বাহিনীর আনুষ্ঠানিক আত্মসমর্পণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বেনজীর আহমেদ বলেন, সুন্দরবন এখন অনেকটাই নিরাপদ।

এ পর্যন্ত ছোট বড় নয়টি বাহিনী আত্মসমর্পণ করেছে। প্রতি মাসে মাছ শিকার করতে দস্যুদের যদি পাঁচ হাজার টাকা দিতে হতো তবে সুন্দরবনকে ঘিরে সাত লাখ মৎসজীবীর কাছ থেকে কত টাকা আদায় করতো তারা। একইভাবে বঙ্গোপসাগরেও মাছ ধরতে তাদের টাকা দেওয়া হতো। কিন্তু দেশের আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় এখন এ ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে।

তিনি বলেন, যারা আত্মসমর্পণ করেছেন প্রধানমন্ত্রী তাদের পুনর্বাসন করার নির্দেশনা দিয়েছেন। তাদের পুনর্বাসন ও আর্থিক সহয়তা করা হচ্ছে। এসব ডাকাত ও তাদের পরিবারের ডাটাবেজ তৈরি করা হয়েছে। এদের প্রশিক্ষণ দিয়ে বিদেশেও পাঠানো হবে, পাশাপাশি পল্লী কর্মী সহায়ক ফাউন্ডেশনের মাধ্যমে পুনর্বাসনে সহায়তা করা হবে।

বেনজীর আহমেদ আরও বলেন, নিরাপত্তা আমাদের এক নম্বর এজেন্ডা। দেশের উন্নয়ন, শিল্পায়ন, ব্যবসা-বাণিজ্যের প্রসারের জন্য নিরাপত্তার প্রয়োজন সবার আগে। নিরাপত্তা হচ্ছে অক্সিজেনের মতো। দেশে নিরাপত্তা না থাকলে বিদেশিরা এ দেশে আসবেনা, শিল্প-ইন্ডাস্ট্রি তৈরি হবে না, কর্মসংস্থান হবে না, উন্নয়ন বাধাগ্রস্ত হবে।

ব্যার-৮ এর বরিশাল অধিনায়ক লে. কর্নেল মো. আনোয়ার উজ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এছাড়াও বক্তব্য রাখেন- র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক আনোয়ার লতিফ খান, বরিশাল রেঞ্জের ডিআইজি শেখ মো. মারুফ হাসান, র‌্যাব-৬ এর অধিনায়ক খন্দকার রফিকুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার এসএম রুহুল আমিন, বরিশালের জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান, পুশিল সুপার এস এম আক্তারুজ্জামান, র‌্যাব-৮ এর উপ অধিনায়ক মেজর আদনান কবীর প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
এমএস/এনটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।