ঢাকা, বৃহস্পতিবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

জাতীয়

ফরিদপুরে আটরশির ওরস শুরু ১৮ ফেব্রুয়ারি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৪, জানুয়ারি ২৯, ২০১৭
ফরিদপুরে আটরশির ওরস শুরু ১৮ ফেব্রুয়ারি ফাইল ফটো

ফরিদপুর: ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশির বিশ্বজাকের মঞ্জিলে ওরস আগামী ১৮ ফেব্রুয়ারিতে শুরু হয়ে চলবে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত।

রোববার (২৯ জানুয়ারি) সংবাদ মাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাকের পার্টির নেতা পীরজাদা আলহাজ খাজা মাহফুযুল হক মুজাদ্দেদী ছাহেবের নির্দেশে পার্টির চেয়ারম্যান পীরজাদা আলহাজ খাজা মোস্তফা আমীর ফয়সাল মুজাদ্দেদী এ তারিখ ঘোষণা করেছেন।

চার দিনব্যাপী এ ওরস শরীফ উপলক্ষে দেশ বিদেশের লাখ লাখ খাজা বাবার ভক্তের মিলন মেলা বসবে জাকের মঞ্জিলে।

ওরস চলাকালে ওয়াক্তিয়া নামাজের সঙ্গে নফল ইবাদত বন্দেগি, কোরআন তেলাওয়াত, মোরাকাবা মোশাহেদা, জেকের আসকার, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত, রাসূলে পাক (সাঃ) ও ওলী আউলিয়াগণের আদর্শের ওপর ওয়াজ অনুষ্ঠিত হবে।

এছাড়া বিশ্বওলীর পবিত্র রওজা জিয়ারত ও দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এ মিলন মেলা শেষ হবে।

প্রতিবছরের মতো হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের জন্য আলাদা ক্যাম্প থাকবে।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
আরকেবি/আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।