ঢাকা, বৃহস্পতিবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

জাতীয়

মঠবাড়িয়া পৌর মেয়র কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:০২, জানুয়ারি ২৯, ২০১৭
মঠবাড়িয়া পৌর মেয়র কারাগারে

পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিউদ্দিন আহমেদ ফেরদৌসের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (২৯ জানুয়ারি) বেলা ১১টায় মঠবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বেল্লাল হোসেন এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ দুই মাসের জন্য উচ্চ আদালতের জামিনে ছিলেন।

কিন্তু জামিনের মেয়াদ শেষ হওয়ার পরেও তিনি আদালতে হাজির হননি। পরে রোববার তিনি মঠবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। এসময় বিচারক জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
 
উল্লেখ্য, ২০১৬ সালের ২৫ জুলাই মঠবাড়িয়া আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমানের অনুসারী যুবলীগ কর্মী লিটন পণ্ডিত গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই জাকির হোসেন পণ্ডিত বাদী হয়ে পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌসসহ ১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।