সম্প্রতি সদর উপজেলার হাজীগঞ্জ এলাকায় আধিপত্য বিস্তার ও মাদক বেচা-কেনার জের ধরে বাবুকে হত্যা করা হয়।
শনিবার (২৮ জানুয়ারি) রাতে ঢাকার গাবতলী এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- আতাউর রহমান (২৪), জাকির হোসেন (২২), কাউসার আহমেদ রিতু (২২) ও রাজন মিয়া (২২)।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামালউদ্দিন বাংলানিউজকে জানান, আনোয়ার ইসলাম বাবু হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে চারজনকে রাজধানীর গাবতলী এলাকা থেকে আটক করা হয়েছে। তারা রাজধানী থেকে অন্য কোথাও যাওয়ার চেষ্টা করেছিলো।
নিহত বাবু হাজীগঞ্জ পেপার মিল এলাকার আজিজ হাওলাদারের ছেলে। তিনি পেশায় নির্মাণ শ্রমিক ছিলেন। এছাড়া ৠাবের সঙ্গে ক্রসফায়ারে নিহত দেলোয়ার হোসেন দেলুর সহযোগী ছিলো। শুক্রবার (২৭ জানুয়ারি) দিবাগত রাতে তাকে হত্যা করা হয়।
পরে এ ঘটনায় নিহতের স্ত্রী শেফালী আক্তার বাদী হয়ে ১৫ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন।
বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
ওএইচ/বিএস