ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

রোববার খাগড়াছড়ি-রাঙ্গামাটিতে সড়ক অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৩, জানুয়ারি ২৮, ২০১৭
রোববার খাগড়াছড়ি-রাঙ্গামাটিতে সড়ক অবরোধ

খাগড়াছড়ি: রাঙ্গামাটির নানিয়ারচরের বেতছড়ি এলাকায় ব্যবসায়ীদের পণ্যবাহী ট্রাকে অগ্নিসংযোগের প্রতিবাদে ও ক্ষতিপূরণের দাবিতে রোববার খাগড়াছড়ি-রাঙ্গামাটি সড়কে সকাল সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে পার্বত্য বা‍ঙালী ছাত্র পরিষদ।

শনিবার (২৮ জানুয়ারি) পার্বত্য বা‍ঙালী ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (২৭ জানুয়ারি) খাগড়াছড়ির মহালছড়িতে ঘটনার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।



সমাবেশে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের গ্রেফতারে প্রশাসনকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিলেও সরকার বা প্রশাসন ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণে কার্যকারী পদক্ষেপ নেয়নি। শনিবারের মধ্যে আসামিদের গ্রেফতার করতে না পারলে রোববার সড়ক অবরোধের ঘোষণা দেওয়া হয়েছে। অবরোধে দুই জেলায় সব যানবাহন চলাচল বন্ধ থাকবে।

বাংলদেশ সময়: ২০৪১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।