ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

সাংবাদিক নির্যাতনের ঘটনায় তদন্ত কমিটি গঠন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৪, জানুয়ারি ২৮, ২০১৭
সাংবাদিক নির্যাতনের ঘটনায় তদন্ত কমিটি গঠন

টাঙ্গাইল: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সাংবাদিক নির্যাতনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি ঘটনার ভিডিও ফুটেজ দেখে ব্যবস্থা নেবে।

শনিবার (২৮ জানুয়ারি) বিকেলে টাঙ্গাইলের সখিপুরে শওকত মোমেন শাহজাহান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সখিপুর সৃষ্টি সংঘ মাঠে শওকত মোমেন শাহজাহান স্মৃতি সংসদ ও গবেষণা পরিষদের আয়োজনে এ টুর্নামেন্টর আয়োজন করা হয়।

সাংবাদিকদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কির বিষয়ে মন্ত্রী বলেন, ওইদিন আমি বিষয়টি না জেনে বলেছিলাম। এখন এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে সার্বিক ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিকদের সঙ্গে পুলিশের সুসম্পর্ক রয়েছে। আর সুসম্পর্ক সব সময় থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন- বাসইল-সখিপুরের সাংসদ অনুপম শাহজাহান জয়, টাঙ্গাইল সদরের সাংসদ ছানোয়ার হোসেন, মহিলা সাংসদ মনোয়ারা বেগম, পুলিশ সুপার মাহবুব আলম, সখিপুর উপজেলা চেয়ারম্যান শওকত শিকদার, সখিপুর পৌর মেয়র আবু হানিফ আজাদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।