ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

মাগুরা সদর উপজেলাকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০০, জানুয়ারি ২৮, ২০১৭
মাগুরা সদর উপজেলাকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা মাগুরা সদর উপজেলাকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা

মাগুরা: মাগুরা সদর উপজেলাকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হয়েছে। শনিবার (২৮ জানুয়ারি) সকালে হাজীপুর হাইস্কুল মাঠে খুলনা বিভাগীয় কমিশনার মো. আব্দুস সামাদ প্রধান অতিথি হিসাবে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা করেন।

যৌথভাবে এ অনুষ্ঠনের আয়োজন করে মাগুরা সদর উপজেলা পরিষদ ও হাজীপুর ইউপি। এ সময় বিপুল সংখ্যক ছাত্রী বাল্যবিয়ে না করার শপথ গ্রহণ করে লালকার্ড দেখায়।

জেলা প্রশাসক মো. মাহবুবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আকরাম আল-হোসেন, ডি ডি এল জি খোন্দকার আজিম আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুণ্ডু, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, মাগুরা পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, সদর উপজেলা চেয়ারম্যান মো. রুস্তম আলী, উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়ারুল ইসলাম।

পরে ইউএনও মো. ইয়ারুল ইসলাম সদর উপজেলাকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করেন।

তিনি জানান, সদর উপজেলার ১২টি ইউনিয়নের চিহ্নিত ৩০৭ জন ভিক্ষুককে গাভী, ছাগল, হাস-মুরগি, রিকশা, ভ্যান, সেলাই মেশিন, ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। এছাড়াও যোগ্যতানুসারে বয়স্কভাতা, বিধবাভাতা, প্রতিবন্ধিভাতা, ভিজিডি কার্ড দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।