ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

বেগমগঞ্জে থ্রি-হুইলার চাপায় পথচারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৩৯, জানুয়ারি ২৮, ২০১৭
বেগমগঞ্জে থ্রি-হুইলার চাপায় পথচারী নিহত

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রমজানবিবি বাজারের সামনে থ্রি-হুইলারের (টেম্পু) চাপায় সুলতান ব্যাপারি (৭০) নামে এক পথচারী নিহত হয়েছেন। শনিবার (২৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে মাইজদী-চৌমুহনী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুলতানের বাড়ি উপজেলার চৌমুহনী পৌরসভার আলীপুর গ্রামে। তিনি স্থানীয় বাজারে মাংস বিক্রি করতেন।

স্থানীয়রা জানায়, সকাল ১০টার দিকে সুলতান ওই বাজারের সামনে রাস্তা পার হচ্ছিলেন। এসময় দ্রুতগতির একটি টেম্পু তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজিদুর রহমান সাজিদ বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭

এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।