ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

সিলেট সীমান্তে ১৮টি ভারতীয় গরু উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:১৬, জানুয়ারি ২৮, ২০১৭
সিলেট সীমান্তে ১৮টি ভারতীয় গরু উদ্ধার সিলেট সীমান্তে ১৮টি ভারতীয় গরু উদ্ধার/ছবি-বাংলানিউজ

সিলেট: সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দি সীমান্ত দিয়ে অবৈধভাবে পারাপারের সময় ১৮টি গরু উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৮ জানুয়ারি) সীমান্তের লিডারবস্তি এলাকা থেকে গরুগুলো উদ্ধার করে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের টহল দল।

বিজিবি বিছানাকান্দি সীমান্ত ফাঁড়ির কমান্ডার সুবেদার মনিরুজ্জামান বাংলানিউজকে এ খবর জানান।

তিনি বলেন, চোরাকারবারীরা ১৮টি গরু ভারত থেকে নিয়ে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে যা উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭

এনইউ/এএটি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।