ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

সীমিত সম্পদ যথার্থ ব্যবহারে উন্নয়ন সম্ভব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৫, জানুয়ারি ২৭, ২০১৭
সীমিত সম্পদ যথার্থ ব্যবহারে উন্নয়ন সম্ভব

ঢাকা: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, দেশে মানুষের তুলনায় সম্পদ সীমিত। তবে সীমিত সম্পদের যথার্থ ব্যবহারে দেশের উন্নয়ন সম্ভব। শুক্রবার (২৭ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে সাউথ এশিয়ান ফেডারেশন অব এ্যাকাউন্ট্যান্স পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমাদের দেশের কর্পোরেট সুশাসন প্রতিষ্ঠার জন্য এ ধরনের  পুরস্কার একটি অনুকরণীয়। সেটাকে আরো বেশি উন্নত করার জন্য এ সেক্টরে সঠিক হিসাব বিদ্যা জরুরি।

বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ফজলে করিব বলেন, বিনিয়োগ ও আর্থিক অন্তর্ভূক্তিতে অ‍ার্থিক সুশাসন অনেক প্রয়োজন। শিল্পায়ন ও বিনিয়োগেও বিষয়টি গুরুত্বপূর্ণ। তবে বিনিয়োগকারী প্রতিষ্ঠানের আর্থিক ফলাফলের জন্য সুশাসনের বিকল্পও নেই।

সর্বোত্তম বাৎসরিক প্রতিবেদন ২০১৫ এর জন্য ১৩টি ক্যাটাগরিতে দক্ষিণ এশীয় অঞ্চলের সার্কভূক্ত দেশের ৪৬ প্রতিষ্ঠানকে এ পুরস্কার দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ০৩২১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
ওএফ/এসই/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।