ঢাকা, বৃহস্পতিবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

জাতীয়

শিবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫১, জানুয়ারি ২৭, ২০১৭
শিবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সাহু আলী (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শুক্রবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় সোনামসজিদ মহাসড়কের রাণীহাটি বাজারে এ দুর্ঘটনা ঘটে। সাহু আলী নয়ালাভাঙা ইউনিয়নের ফতেপুর গ্রামের বাসিন্দা।

শিবগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) কামরুজ্জামান বাংলানিউজকে জানান, সন্ধ্যায় রাণীহাটি বাজারে রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার ওপর ছিটকে পড়ে সাহু আলী ঘটনাস্থলেই মারা যান।

মোটরসাইকেলটি ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে, তবে চালক পলাতক রয়েছেন বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।