ঢাকা, বৃহস্পতিবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

জাতীয়

পাথরঘাটায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৩, জানুয়ারি ২৭, ২০১৭
পাথরঘাটায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটায় অভিযান চালিয়ে ৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আলমগীর মীর ওরফে আলম ভান্ডারি (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার পাঁচ নম্বর কালমেঘা ইউনিয়নের কালীপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আলম উপজেলার রায়হানপুর ইউনিয়নের লেমুয়া গ্রামের মীর বজলুর রহমানের ছেলে।

পাথরঘাটা থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইদুল ইসলাম বাংলানিউজকে জানান, মোটরসাইকেলে করে ইয়াবা নিয়ে যাওয়া হচ্ছে, এমন খবরের ভিত্তিতে পুলিশ সন্ধ্যা অভিযান চালিয়ে কালীপুর এলাকায় আলমের মোটরসাইকেলটি গতিরোধ করে। পরে পুলিশ তার দেহ তল্লাশি করে ৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. জিয়াউল হক বাংলানিউজকে জানান, আলমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।