ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

আশুলিয়ায় পৃথক অভিযানে ৩৩শ’ পিস ইয়াবাসহ আটক দুই

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১২, জানুয়ারি ২৫, ২০১৭
 আশুলিয়ায় পৃথক অভিযানে ৩৩শ’ পিস ইয়াবাসহ আটক দুই আশুলিয়ায় পৃথক অভিযানে ৩৩শ’ পিস ইয়াবাসহ আটক দুই

আশুলিয়া, সাভার: আশুলিয়ায় পল্লীবিদ্যুৎ এলাকায় অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবাসহ শারমিন (২৬) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

বুধবার (২৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে পল্লীবিদ্যুৎ পূর্ব ডেন্ডাবর এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। শারমানি বরিশাল বাকেরগঞ্জ থানার মাদক ব্যবসায়ী আরিফের স্ত্রী।

মাদকদ্রব্য অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা পুলিশের উপ পরিচালক মো. মামুন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে অভিযান চালিয়ে আড়াই হাজার পিস ইয়াবাসহ ইমদাদ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তার তথ্যের ভিত্তিতে পল্লীবিদ্যুৎ এলাকার মাদক ব্যবসায়ী আরিফের বাসায় অভিযান চালানো হয়। এসময় তার ঘর তল্লাশি করে ৮০০ পিস ইয়াবাসহ তার স্ত্রী শারমিনকে আটক করা হয়। অভিযানের সময় আরিফ বাসায় ছিলেন না।

তিনি আরও জানান, আরিফ ইয়াবা চালানের ডিলার হিসেবে কাজ করে। তিনি ঢাকা জেলার বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ করেন। তাকে আটকের জন্য অভিযান চালানো হচ্ছে।

শারমিন ও আরিফের বিরুদ্ধে আশুলিয়া থানায় এবং ইমদাদের বিরুদ্ধে মিরপুর থানায় দুইটি মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।