ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

যশোরে সাংবাদিক কিরণ সাহার তৃতীয় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০০, জানুয়ারি ২৫, ২০১৭
যশোরে সাংবাদিক কিরণ সাহার তৃতীয় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা যশোরে সাংবাদিক কিরণ সাহার তৃতীয় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা-ছবি: বাংলানিউজ

যশোর: দৈনিক যুগান্তরের সাবেক যশোর ব্যুরো প্রধান সাংবাদিক কিরণ সাহার তৃতীয় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ জানুয়ারি) বিকেলে দৈনিক যুগান্তর যশোর ব্যুরো ও পত্রিকাটির পাঠক সংগঠন স্বজন সমাবেশের উদ্যোগে প্রেসক্লাব যশোর মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

স্বজন সমাবেশ যশোর শাখার সভাপতি মাহাবুবুর রহমান মজনুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাবেক সভাপতি মিজানুর রহমান তোতা, সম্পাদক এস এম তৌহিদুর রহমান, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ দৌলা, সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য ইকবাল কবির জাহিদ ও যুগান্তরের যশোর ব্যুরো প্রধান ইন্দ্রজিৎ রায় প্রমুখ।

প্রেসক্লাব যশোরের যুগ্ম সম্পাদক এইচ আর তুহিনের সঞ্চলনায় সভায় বক্তারা বলেন, কিরণ সাহা শুধু সফল সাংবাদিক নয় একজন দক্ষ সংগঠকও ছিলেন।

তিনি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পাশাপাশি পেশাজীবী, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন।

দেশের সংকটকালীন সময়ে তিনি রাজপথে সামনে থেকেছেন। আন্দোলন সংগ্রাম ও লেখনির মাধ্যমে তিনি দেশপ্রেমের পরিচয় দিয়েছেন। তার শূন্যতা যশোরে সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা আজও অনুভব করে। আর নীতি ও আদর্শ অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে আছে।

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।