ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

আগৈলঝাড়ায় মাদকসেবীর কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৫, জানুয়ারি ২৫, ২০১৭
আগৈলঝাড়ায় মাদকসেবীর কারাদণ্ড

বরিশাল: বরিশালের আগৈলঝাড়া উপজেলায় মায়ের অভিযোগের প্রেক্ষিতে রফিক খান (২৮) নামে মাদকসেবী এক যুবককে আটক করে ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী তারিক সালমন এ আদেশ দেন।

দণ্ডাদেশপ্রাপ্ত রফিক উপজেলার বাকাল ইউনিয়নের জলিরপাড় গ্রামের মৃত আব্দুর রহমান খানের ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, নেশার টাকার জন্য মা সবুরা বেগমকে মারধর করে বসতঘরে অগ্নিসংযোগ করে মাদকসেবী রফিক। নির্যাতন সহ্য করতে না পেরে মা সকালে ছেলের বিরুদ্ধে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) শাহজাহান বাংলানিউজকে জানান, লিখিত অভিযোগের প্রেক্ষিতে দুপুরে নিজ বাড়ি থেকে রফিককে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তিনি দোষ স্বীকার করায় বিচারক এ আদেশ দেন।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।