ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

গুরুদাসপুরে মাদকবিরোধী আলোচনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৮, জানুয়ারি ২৫, ২০১৭
গুরুদাসপুরে মাদকবিরোধী আলোচনা

নাটোর: নেশা ছেড়ে কলম ধরি, মাদক মুক্ত সমাজ গড়ি, মাদককে না বলি এ-স্লোগানকে সামনে রেখে নাটোরের গুরুদাসপুরে মাদক বিরোধী প্রচারণা জানুয়ারি-২০১৭ এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার নাজিরপুর মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয় চত্বরে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

নাটোর মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আনিসুর রহমান খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় অতিরিক্ত পরিচালক  মজিবুর রহমান পাটোয়ারী, গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ইয়াসমিন আক্তার, গুরুদাসপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার বজলুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বিপ্লব, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আলী।

মাসব্যাপী মাদকবিরোধী প্রচারণার অংশ হিসেবে আলোচনা সভার আয়োজন করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।