ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

ডিমলার মাদক বিক্রেতা কারাগারে

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৫, জানুয়ারি ২৫, ২০১৭
ডিমলার মাদক বিক্রেতা কারাগারে

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর ডিমলা উপজেলায় সুজন কুমার রায় ওরফে মদিনা (৩০) নামে এক মাদক বিক্রেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়।

এর আগে (২৪ জানুয়ারি) রাতে ডিমলা বাবুরহাট এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ মদিনাকে গ্রেফতার করে পুলিশ। পরদিন দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে থানা সূত্রে জানা গেছে।

মদিনা উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ তিতপাড়ার মৃত কার্তিক চন্দ্র রায়ের ছেলে।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
এজি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।