ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

উল্লাপাড়ায় দু’পক্ষের সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১১, জানুয়ারি ২৫, ২০১৭
উল্লাপাড়ায় দু’পক্ষের সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় খাস জমি নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে মকবুল (৪০) নামে আহত এক ব্যক্তি মারা গেছেন। বুধবার (২৫ জানুয়ারি) সকাল ৯টার দিকে ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কওশিক আহমদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার (২১ জানুয়ারি) একটি জমিতে আবাদ করাকে কেন্দ্র করে চক পাঙ্গাসীর জহুরুল গ্রুপ ও হাসানুর রহমান হাসু গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়।

পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে মকবুলের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। পরে বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।