পুলিশ জানায়, সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মামুন রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল উত্তর চরচান্দিয়া গ্রামের (চট্টগ্রাম সমাজের) মাঝি বাড়িতে ডাকাত জাহিদকে ধরতে অভিযান চালায়। এসময় জাহিদ ও তার বাড়ির লোকজন ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন।
পরে জাহিদসহ আশপাশের লোকজন পুলিশকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এসময় সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন, মো. সালাহ উদ্দিন ও কনেস্টেবল আবুল হাসেম গুরুতর আহত হন।
আহত কনেস্টেবল আবুল হাসেমকে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাকীরা সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
সোনাগাজী মডেল থানার পরিদর্শক (ওসি) মো. হুমায়ুন কবির বাংলানিউজকে জানান, এ ঘটনায় পুলিশ জাহিদের বাবা ফকির আহাম্মদ (৭০) ও জাহিদকে আটক করেছে।
বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
আরবি/