ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

ফেব্রুয়ারির মধ্যে পশ্চিম শেওড়াপাড়া দখলমুক্ত করার ঘোষণা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:০০, জানুয়ারি ২৫, ২০১৭
 ফেব্রুয়ারির মধ্যে পশ্চিম শেওড়াপাড়া দখলমুক্ত করার ঘোষণা ডিএনসিসি’র মেয়র আনিসুল হক কথা বলেছেন/ছবি-জিএম মুজিবুর

ঢাকা: ফেব্রুয়ারির মধ্যে পশ্চিম শেওড়াপাড়ার পীরেরবাগ সড়ক দখলমুক্ত করার ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক।

বুধবার (২৫ জানুয়ারি) সকাল থেকে রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ার পীরের বাগ সড়কটি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালাচ্ছেন রাজউকের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খন্দকার অলিউর রহমান।

রাজউককে সহযোগিতা করছে উত্তর সিটি করপোরেশন।

দুপুরের উচ্ছেদ অভিযান পরিদর্শনে এসে এ ঘোষণা দেন মেয়র। এ সময় তিনি আরও বলেছেন, ৩০ বছর ধরে এসব সড়কগুলো স্থানীয় নেতারা প্রভাব খাঁটিয়ে দখল করে রেখেছেন। রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ার পীরের বাগ সড়কটি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান/ছবি-জিএম মুজিবুররাজউকের এবাবের অভিযানে অবৈধ স্থাপনাগুলো দখল মুক্ত করা হবে।

মেয়র বলেন, অবৈধ স্থাপনায় রাস্তা কোথাও কোথাও পাঁচ ফুট, কোথাও ১০ ফুট হয়ে আছে। কিন্তু এই সড়কটি ৩০ ফুটের সড়ক করা হবে।

তিন কিলোমিটারের এ সড়কটি ৬০ ফুট সড়কের সঙ্গে মিলবে। সড়কের অর্ধেক স্থাপনা ইতোমধ্যে উচ্ছেদ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, আগামী ফেব্রুয়ারি মাসেই বাকি অর্ধেক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

কেউ যদি তার অবস্থান থেকে সরতে না চায় সেক্ষেত্রে জোর করেই তাকে সরিয়ে দেওয়া হবে বলেও জানান উত্তরের নগরপিতা।

উচ্ছেদ অভিযানে রাজউককে সব ধরনের সহযোগিতা করার প্রতিশ্রুতিও দেন আনিসুল হক।

**‘জিয়া-খালেদা-এরশাদের আমলেই লেক দখল’

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭

জেডএফ/এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।