বুধবার (২৫ জানুয়ারি) সকাল থেকে রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ার পীরের বাগ সড়কটি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালাচ্ছেন রাজউকের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খন্দকার অলিউর রহমান।
রাজউককে সহযোগিতা করছে উত্তর সিটি করপোরেশন।

মেয়র বলেন, অবৈধ স্থাপনায় রাস্তা কোথাও কোথাও পাঁচ ফুট, কোথাও ১০ ফুট হয়ে আছে। কিন্তু এই সড়কটি ৩০ ফুটের সড়ক করা হবে।
তিন কিলোমিটারের এ সড়কটি ৬০ ফুট সড়কের সঙ্গে মিলবে। সড়কের অর্ধেক স্থাপনা ইতোমধ্যে উচ্ছেদ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, আগামী ফেব্রুয়ারি মাসেই বাকি অর্ধেক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।
কেউ যদি তার অবস্থান থেকে সরতে না চায় সেক্ষেত্রে জোর করেই তাকে সরিয়ে দেওয়া হবে বলেও জানান উত্তরের নগরপিতা।
উচ্ছেদ অভিযানে রাজউককে সব ধরনের সহযোগিতা করার প্রতিশ্রুতিও দেন আনিসুল হক।
**‘জিয়া-খালেদা-এরশাদের আমলেই লেক দখল’
বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
জেডএফ/এএটি/এসএইচ