ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

পাবনায় বন্দুকযুদ্ধে ২ পুলিশ সদস্য আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৩৯, জানুয়ারি ২৫, ২০১৭
পাবনায় বন্দুকযুদ্ধে ২ পুলিশ সদস্য আহত

পাবনা: পাবনার আটঘড়িয়া থানার ডেঙ্গারগ্রামে পুলিশ-সন্ত্রাসী বন্দুকযুদ্ধে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। বুধবার (২৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে।

 

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার শামিমা আক্তার জানান, দুপুর ১২টার দিকে ডেঙ্গারগ্রামে একটি প্রাইভেটকারের বেপরোয়া গতি দেখে পুলিশের সন্দেহ হয়। পুলিশ গাড়িটিকে ধাওয়া করে ডেঙ্গারগ্রামের একটি মাঠের মধ্যে গতিরোধ করার চেষ্টা করলে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে।

এসময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। কিছুক্ষণ গুলি বিনিময়ের পর সন্ত্রাসীরা পিছু হটে পালিয়ে যায়। এসময় আটঘরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মনির ও তোফাজ্জল গুলিবিদ্ধ হন।

পরে তাদের আহত অবস্থায় উদ্ধার পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এসআই মনিরের অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এসময় ঘটনাস্থল থেকে একটি প্রাইভেটকার, তিনটি বিদেশি রিভলভার, একটি শুটারগান, একটি পিস্তল ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭/আপডেট ১৭০৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
বিএসকে/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।