ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

জাতীয়

কুয়াশা কাটিয়ে শুরু পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি যোগাযোগ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:১৪, জানুয়ারি ৮, ২০১৭
কুয়াশা কাটিয়ে শুরু পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি যোগাযোগ

মানিকগঞ্জ: ঘন কুয়াশার কারণে দুই ঘণ্টার বেশি সময় বন্ধ থাকার পর ফের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

রোববার (০৮ জানুয়ারি) ভোর পৌনে ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এরপর পৌনে ৮টা নাগাদ যোগাযোগের জন্য খুলে দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে পাটুরিয়া ফেরিঘাট শাখা নৌ-পুলিশের ইনচার্জ সামছুল আলম বাংলানিউজকে জানান, ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে চলাচল বন্ধ রাখা হয়। সূর্য উঠলে কুয়াশার ঘনত্ব কমে গেলে ফের ফেরি চলাচল শুরু হয়েছে।

এতে ধীরে ধীরে কমতে শুরু করেছে রাস্তার যানবাহনের লাইন।

বাংলাদেশ সময়: ০৮০৬ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।