ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

জাতীয়

বঙ্গবন্ধু সেতুতে যান চলাচলে ধীর গতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:১৭, জানুয়ারি ৮, ২০১৭
বঙ্গবন্ধু সেতুতে যান চলাচলে ধীর গতি

সিরাজগঞ্জ: ঘন কুয়াশার কারণে টাঙ্গাইলে বঙ্গবন্ধু যমুনা বহুমুখী সেতুর ওপর যান চলাচলে রয়েছে ধীর গতি।

শনিবার (০৭ জানুয়ারি) রাতে বেশ কয়েকবার সেতু দিয়ে গাড়ি চলাচল বন্ধ ছিল। সেতু কর্তৃপক্ষ ভোর হতে যান চলাচলের জন্য ছেড়ে দিলেও কুয়াশায় দ্রুত গতি তোলা যাচ্ছে না।

এতে গাড়ির দীর্ঘ লাইনে তীব্র যানজট লেগে আছে টাঙ্গাইল ও সিরাজগঞ্জ সেতু অংশের সড়কে।

এদিকে গত বৃহস্পতিবারও ঘন কুয়াশায় রাত থেকে পুরোপুরি বন্ধ সেতু। পরে সকাল হলে তা স্বাভাবিক হয়।

সেতুর পশ্চিম থানার সহকারী উপ-পরিদর্শক আবদুর রশিদ বাংলানিউজকে বলেন, ভোর থেকে যান চলাচল বন্ধ নয় বরং ধীরে রয়েছে। এতে স্বাভাবিক গতি না পেয়ে সড়কে তীব্র যানজট লেগেছে।

বাংলাদেশ সময়: ০৭১৬ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।