ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

জাতীয়

ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:১৫, জানুয়ারি ৭, ২০১৭
ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

সিরাজগঞ্জ: মালবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

শুক্রবার (৬ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ৩টার দিকে ঈশ্বরদী থেকে মালবাহী একটি ট্রেন সিরাজগঞ্জের উল্লাপাড়া স্টেশনের কাছে এসে ইঞ্জিন লাইনচ্যুত হয়। এতে উত্তর-পশ্চিম অঞ্চলের সঙ্গে সাময়িকভাবে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।


 
বিষয়টি নিশ্চিত করে সিরজাগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইকবাল বাংলানিউজকে জানান, ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেনে এসে লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধারের পর ট্রেন যোগাযোগ স্বাভাবিক হবে।

পশ্চিমাঞ্চল ট্রেনের উপ সহকারী প্রৌকশলী (ওয়ে) আশরাফ উদ্দিন জানান, উদ্ধারকারী ট্রেনটি ঘটনাস্থলে এসে পৌঁছেছে। আশা করা হচ্ছে ঘণ্টাখানেকের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

বাংলাদেশ সময়: ০৮০৭ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৭
এসএম/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।