ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ।
সোমবার (৩০ জুন) রাতে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিম্নোলিখিত অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থাসমূহ গ্রহণ করা হয়েছে।
গৃহীত নিরাপত্তামূলক পদক্ষেপসমূহ
সব ভিআইপি/ভিভিআইপি ব্যাগেজ স্ক্রিনিং প্রক্রিয়ায় অধিকতর মনোযোগ বাড়ানো; সিভিল এভিয়েশনের সব সদস্যের নিয়মিত সচেতনতামূলক ব্রিফিং ও নির্দেশনা দেওয়া।
সিসিটিভি মনিটরিং টিমকে বিশেষ নির্দেশনা দেওয়া; মেটাল ডিটেক্টর ও এক্সরে মেশিনে স্ক্যানের পর উচ্চ রিস্ক ব্যাগের জন্য ম্যানুয়াল চেকিং বাধ্যতামূলক করা।
বিমানবন্দরে প্রবেশের সময় সব ফায়ার আর্ম বহনকারীর পূর্বানুমতি নিশ্চিতকরণ ও রেকর্ড সংরক্ষণ; নিরাপত্তা বিঘ্নিত হলে সংশ্লিষ্ট এজেন্সির মাধ্যমে তদন্ত কমিটি গঠন ও প্রতিরোধমূলক নির্দেশনা দেওয়া।
এমআইএইচ/আরবি