ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

জাতীয়

বাংলানিউজ অনলাইন সাংবাদিকতায় অগ্রদূতের ভূমিকা রাখছে: হাসান হাফিজ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৯, জুলাই ১, ২০২৫
বাংলানিউজ অনলাইন সাংবাদিকতায় অগ্রদূতের ভূমিকা রাখছে: হাসান হাফিজ

দেশের অন্যতম শীর্ষ অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কমের ১৬তম বর্ষে পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ।

মঙ্গলবার (১ জুলাই) বাংলানিউজ কার্যালয়ে এসে ভারপ্রাপ্ত সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টুর হাতে ফুলের তোড়া তুলে দেন তিনি।

এসময় তার সঙ্গে ছিলেন কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হায়দার আলী।

হাসান হাফিজ বলেন, বাংলানিউজ অনলাইন প্ল্যাটফর্মে বাংলাদেশে নতুন সাংবাদিকতার সূচনা করেছে এবং অগ্রদূতের ভূমিকা পালন করেছে।  

দেশে ও দেশের বাইরে বাংলানিউজের সংবাদ দ্রুততার সঙ্গে পৌঁছে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, আমি আশাবাদী, ভবিষ্যতে বাংলানিউজ আরও ভালো কাজ করে এগিয়ে যাবে।

হায়দার আলী তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, বাংলানিউজ বাংলাদেশের মানুষের নিউজ, বাংলানিউজ বাংলাদেশের দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলে, অনিয়মের বিরুদ্ধে কথা বলে। আশা করি বাংলানিউজ বাংলাদেশের সেরা কণ্ঠ হবে। মানুষের কাছে সেরা নিউজ পৌঁছে দেবে। বাংলানিউজের জন্য অনেক অনেক শুভ কামনা।

২০১০ সালের ১ জুলাই ‘সংবাদ বিনোদন সারাক্ষণ’ স্লোগানে যাত্রা শুরু করে বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসির (ইডব্লিউএমজিপিএলসি) সংবাদ প্রতিষ্ঠান বাংলানিউজটোয়েন্টিফোর.কম।

দেড় দশকের দীর্ঘ পথচলায় বাংলানিউজের সঙ্গী হয়েছেন দেশ-বিদেশের লাখো-কোটি পাঠক ও শুভানুধ্যায়ী। ‘সাহসে ষোলোয়’ আরও সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় বাংলানিউজ পরিবারের।

বাংলানিউজ মনে করে, এর প্রাণ ও প্রেরণা পাঠক। বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীরা এর সবসময়ের সঙ্গী। এই শুভলগ্নে তাই বাংলানিউজ বিশেষ করে অভিনন্দন ও ধন্যবাদ জানাতে চায় সেই পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের।

এসবিডব্লিউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।