গত বছর জুলাই-আগস্ট মাসে সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ।
মঙ্গলবার (১ জুলাই) সকাল ১১টা ৫০ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ শুনানি শুরু করেন।
চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম অভিযোগের পক্ষে শুনানি করেন।
আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন শুনানিতে উপস্থিত ছিলেন। এই মামলার কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করেছে।
এর আগে ট্রাইব্যুনাল-১ জুলাই এই তিন পলাতক আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য করেছিলেন।
ইএসএস/আরএ