ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

জাতীয়

সাহসে ষোলোয় বাংলানিউজ

মিনহাজ চৌধুরী | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৩, জুলাই ১, ২০২৫
সাহসে ষোলোয় বাংলানিউজ

২০১০ সালের ১ জুলাই। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের অঙ্গীকার নিয়ে সসংবাদ-বিনোদন-সারাক্ষণ’ স্লোগানে পথচলা শুরু করে বাংলানিউজ।

এরপর কেটে গেছে দীর্ঘ ১৫ বছর। আজ ১৬তম বছরে পদার্পণ করেছে এই সংবাদমাধ্যম।

পথচলার এক বছরের মধ্যেই বাংলানিউজ পৌঁছে যায় দেশের অনলাইন সাংবাদিকতার শীর্ষে। সময়ের সঙ্গে সঙ্গে এটি শুধু একটি অনলাইন নিউজ পোর্টাল নয়, মাল্টিমিডিয়া ও ভিডিও সংবাদ পরিবেশনার ক্ষেত্রেও দেশের অন্যতম অগ্রগামী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

প্রতিদিন বিশ্বের নানা প্রান্ত থেকে দুই লাখের বেশি পাঠক বাংলানিউজ থেকে জানতে পারেন সবশেষ খবর। অনেকেই বাংলানিউজের মোবাইল অ্যাপ থেকেও পান তাৎক্ষণিক সংবাদ।

সামাজিক যোগাযোগমাধ্যমেও বাংলানিউজ শক্তিশালী অবস্থানে। ফেসবুকে প্রায় অর্ধকোটি অনুসারী নিয়ে দেশের শীর্ষ অনলাইন গণমাধ্যমের তালিকায় রয়েছে এটি।

সোশ্যাল মিডিয়া এক্স (সাবেক টুইটার)-এ প্রায় ১০ লাখ অনুসারী নিয়ে বাংলাদেশের শীর্ষস্থানে রয়েছে বাংলানিউজ। এছাড়া নতুন করে ইউটিউব, ইনস্টাগ্রাম ও টিকটকে নিয়মিত ভিডিও সংবাদ ও নানা ধরনের কনটেন্ট প্রকাশ করছে।

এই ১৫ বছরে বাংলানিউজ জানিয়েছে সত্যের কথা, বলেছে সংগ্রামের গল্প। কঠিন সময়েও পাঠকের আস্থা ধরে রেখেছে। সাধারণ মানুষের না বলা কথা তুলে ধরতে কখনও পিছপা হয়নি বাংলানিউজ। ১৬ বছরে বাংলানিউজের এই পথচলা সাহস, দৃঢ়তা ও পেশাদারত্বের গল্প— সাহসে ষোলোয় বাংলানিউজ

২০১০ সালের ১ জুলাই ‘সংবাদ বিনোদন সারাক্ষণ’ স্লোগানে যাত্রা শুরু করে বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসির (ইডব্লিউএমজিপিএলসি) সংবাদ প্রতিষ্ঠান বাংলানিউজটোয়েন্টিফোর.কম। দেড় দশকের দীর্ঘ পথচলায় বাংলানিউজের সঙ্গী হয়েছেন দেশ-বিদেশের লাখো-কোটি পাঠক ও শুভানুধ্যায়ী। ‘সাহসে ষোলোয়’আরও সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় বাংলানিউজ পরিবারের। বাংলানিউজ মনে করে, এর প্রাণ ও প্রেরণা পাঠক। বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীরা এর সবসময়ের সঙ্গী। এই শুভলগ্নে তাই বাংলানিউজ বিশেষ করে অভিনন্দন ও ধন্যবাদ জানাতে চায় সেই পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।