ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

জাতীয়

নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে বাংলানিউজ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৬, জুলাই ১, ২০২৫
নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে বাংলানিউজ

ঢাকা: ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহিদুল ইসলাম বলেছেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে বাংলানিউজ।  

মঙ্গলবার (১ জুলাই) বাংলানিউজের প্রধান কার্যালয়ে গণমাধ্যমটির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।

শহিদুল ইসলাম বলেন, গণমাধ্যমের যে মৌলিক কাজ বাংলানিউজের কাছে সেটাই প্রত্যাশা করি। বিগত ১৬ বছর গণমাধ্যমকে বিপথে নেওয়ার জন্য বিগত সরকার যে অপচেষ্টা চালিয়েছিল, সেখান থেকে ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের যে ভূমিকা, সেই ভূমিকাটি বাংলানিউজ পালন করবে। আজকের এদিনে বাংলানিউজের উত্তরোত্তর শুভ কামনা করছি। জাতি ও দেশ বিনির্মাণের জন্য ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করছি।

ডিইউজের সাধারণ সম্পাদক খুরশীদ আলম বলেন, সাংবাদিকতা আজকে নানাভাবে কুলষিত। কোনো কোনো ক্ষেত্রে এক শতাংশ, দুই শতাংশ সাংবাদিক হয়তো নানাভাবে তাদের পেশাকে কুলষিত করেছে। সাংবাদিক সমাজের পক্ষে, দেশের পক্ষে, জনগণের পক্ষে, স্বাধীনতা-সার্বভৌমত্বের পক্ষে অতীতেও বাংলানিউজ ভূমিকা রেখেছে, আগামীতেও ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করি।

এ সময় তারা বাংলানিউজের ভারপ্রাপ্ত সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।  

২০১০ সালের ১ জুলাই ‘সংবাদ বিনোদন সারাক্ষণ’ স্লোগানে যাত্রা শুরু করে বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসির (ইডব্লিউএমজিপিএলসি) সংবাদ প্রতিষ্ঠান বাংলানিউজটোয়েন্টিফোর.কম।

দেড় দশকের দীর্ঘ পথচলায় বাংলানিউজের সঙ্গী হয়েছেন দেশ-বিদেশের লাখো-কোটি পাঠক ও শুভানুধ্যায়ী। ‘সাহসে ষোলোয়’ আরও সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় বাংলানিউজ পরিবারের।

বাংলানিউজ মনে করে, এর প্রাণ ও প্রেরণা পাঠক। বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীরা এর সবসময়ের সঙ্গী। এই শুভলগ্নে তাই বাংলানিউজ বিশেষ করে অভিনন্দন ও ধন্যবাদ জানাতে চায় সেই পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের।

ইইউডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।