ঢাকা, রবিবার, ১৫ আষাঢ় ১৪৩২, ২৯ জুন ২০২৫, ০৩ মহররম ১৪৪৭

জাতীয়

শ্বশুর ‍বাড়ির লোকজনের বিরুদ্ধে জামাই পুড়িয়ে মারার অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১০, ডিসেম্বর ২৯, ২০১৬
শ্বশুর ‍বাড়ির লোকজনের বিরুদ্ধে জামাই পুড়িয়ে মারার অভিযোগ

রংপুরের বদরগঞ্জে শ্বশুর বাড়ির লোকজনের দেওয়া আগুনে রনি মহন্ত নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

রংপুর: রংপুরের বদরগঞ্জে শ্বশুর বাড়ির লোকজনের দেওয়া আগুনে রনি মহন্ত নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয়রা অভিযোগ দেন, সাহাপুর গ্রামের লক্ষ্মণ মহন্তের ছেলে রনি ও একই গ্রামের দীপক মহন্তের মেয়ে অষ্টমী রানীর বিয়ে হয় দুই বছর আগে। কয়েকদিন আগে রনি তার স্ত্রীকে মারধর করলে রাগ করে তার স্ত্রী বাবার বাড়ি চলে যান। কয়েকবার তাকে ফেরাতে ব্যর্থ হয়ে ফিরে আসেন রনি।

বুধবার (২৮ ডিসেম্বর) রনি তার স্ত্রীকে আনতে শ্বশুরবাড়িতে যান। এসময় শ্বশুরবাড়ির লোকজন রনি উপর ক্ষিপ্ত হয়ে হাত-পা বেঁধে মারধর করেন। পরে শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

রমেক হাসপাতালের প্লাস্টিক সার্জারি সহকারী অধ্যাপক ডা. এমএ হামিদ বাংলানিউজকে জানান, রনি ৭৫ শতাংশ বার্ন নিয়ে মারা গেছেন।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান বাংলানিউজকে জানান, আমরা শুনেছি, রনি নিজের শরীরে আগুন দিয়ে পুড়ে মারা গেছেন। তবে অভিযোগ পেলে ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬

এএটি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।