ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

জাতীয়

চাঁদপুরে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৫, ডিসেম্বর ২২, ২০১৬
চাঁদপুরে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদপুরে ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

চাঁদপুর শহরের পুরাণ বাজারে ডিজিটাল ওজন পরিমাপ যন্ত্রের লাইসেন্স না থাকায় ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

চাঁদপুর: চাঁদপুর শহরের পুরাণ বাজারে ডিজিটাল ওজন পরিমাপ যন্ত্রের লাইসেন্স না থাকায় ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকেলে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মিরা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় পুরাণ বাজারের আল্লাহার দান স্টোর, মেসার্স জেনারেল স্টোর, রফিক স্টোর, নৃত্য হরিসাহা স্টোর, মেঘনা স্টোর ও শাহজাহান স্টোরের মালিককে ২ হাজার টাকা করে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
 
বিএসটিআইএর চট্টগ্রাম অফিসের পরিদর্শক মো. মুকুল মৃধা বাংলানিউজকে জানান, পণ্য পরিমাপের যন্ত্র ঠিক আছে কিনা, প্রতি বছর বিএসটিআই থেকে যাচাই করে লাইসেন্স নবায়ন করতে হয়। লাইসেন্স নবায়ন না করায় এসব প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।