ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

দুদকের মহাপরিচালক হচ্ছেন আতিকুর রহমান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪১, ডিসেম্বর ১১, ২০১৬
দুদকের মহাপরিচালক হচ্ছেন আতিকুর রহমান

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক হচ্ছেন রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানির নিবন্ধক মো. আতিকুর রহমান খান।

ঢাকা: দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক হচ্ছেন রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানির নিবন্ধক মো. আতিকুর রহমান খান।

রোববার (১১ ডিসেম্বর) রাতে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।

তিনি বলেন, কিছুদিন আগে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। যেখানে মো. আতিকুর রহমানকে দুর্নীতি দমন কমিশনের  মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া তাকে দুদকের অনুসন্ধান ও তদন্ত বিভাগের দায়িত্ব দেওয়া হতে পারে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, অনুসন্ধান ও তদন্ত বিভাগের মহাপরিচালক নূর আহম্মদ গত ২৪ নভেম্বর অবসরে যান। ফলে, আতিকুর রহমান খান তার স্থলাভিষিক্ত হচ্ছেন।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
এসজে/আরআইএস/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।